Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০১৯

কৃত্রিম অংগ উৎপাদন

জুলাই/১৯৯১ হতে জুন/১৯৯৫ খ্রিঃ সময়ে ইআরসিপিএইচ, স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর কেন্দ্রের অভ্যন্তরে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রেইল প্রেস ও কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র (বিপিএএলসি) স্থাপিত হয় ।শারীরিক প্রতিবন্ধীদের জন্য কৃত্রিম হাত-পা, ক্র্যাচ, ব্রেইস, স্ট্রিক এবং শ্রবণ প্রতিবন্ধীদের  শ্রবণশক্তি পরিমাপসহ হিয়ারিং এইড ও এয়ারমোল্ড তৈরী করে স্বল্প মূল্য/বিনামূল্য প্রতিবন্ধীদের চাহিদা অনুসারে সার্ভিস ও মেরামত সুবিধা দেয়া হয়। ডিসেম্বর/১৯৯৫ সাল হতে জুন/২০১৬ খ্রিঃ পর্যন্ত এ কেন্দ্র হতে কৃত্রিম অঙ্গ ২০৬ টি, হিয়ারিং এইড সহ এয়ারমোল্ড সার্ভিসিং ইত্যাদি মোট-২৬৫টি প্রস্তুত ও বিতরণ করা হয়েছে।

ব্রেইল প্রেস ও কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র (বিপিএএলসি) এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১।   কৃত্রিম অঙ্গ বিনামূল্যে  ও স্বল্প মূল্যে প্রতিবন্ধীদের  মধ্যে ধরন অনুযায়ী  সরবরাহ  করা  ।

২।  শ্রবণ প্রতিবন্ধীদের  মাঝে  শ্রবণ বিকলতা পরিমাপ যন্ত্র  তৈরী  ও ইয়ার মোল্ড  তৈরী ,যন্ত্র মেরামত ,ব্যবহার ইত্যাদি সুবিধা  সমূহ বিনামূল্যে ও  স্বল্পমূল্যে  বিতরণ করা।

৩।  উপরোক্ত উৎপাদিত মালামাল বিক্রিত অর্থ সরকারী অর্থলগ্নি প্রতিষ্ঠান/ব্যাংকে জমা রাখা হবে। পুনরায় উৎপাদন কাজে    ঐ অর্থ  ব্যয় করা হবে।চাহিদা অনুযায়ী  ব্যাংকে জমাকৃত অর্থের দ্বারা  কাঁচামাল ক্রয়         করা যাবে। 

 ৪।   উন্নয়ন কর্মকান্ডের অংশ  হিসেবে স্বেচ্ছায় কোন ব্যক্তিগত দান/অনুদান গ্রহন করা যাবে।

 ৫।  কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্রের উন্নয়ন কর্মকান্ডে প্রয়োজনে বেসরকারী সংস্থার সহযোগিতা নেয়া যাবে।